বৃটেনের প্রথম হিজাবধারী মহিলা বিচারক হলেন রাফিয়া আরশাদ

0
Spread the love

ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটেন একজন  হিজাবধারী মুসলিম বিচারক পেতে চলেছে। তার নাম রাফিয়া আরশাদ। রাফিয়া আরশাদ, ইনি তিন সন্তানের জননী এবং প্রায় সতেরো বছর ধরে পারিবারিক আইন-কানুন নিয়ে কাজ করছেন। গত সপ্তাহের শেষে তিনি বিচারক হিসাবে অ্যাপোয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছেন এবং খুব শীঘ্রই তিনি বিচারক হিসাবে কাজে যোগ দেবেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান বিচারকের দায়িত্ব পেয়ে তিনি খুবই আনন্দিত এবং তিনি আরোও জানান,  বিচারকের মতো বড় দায়িত্ব কাঁধে নেওয়া খুবই সম্মানের এবং একইসাথে গর্বের বিষয়। যদিও এই বিচারক হওয়ার  পথ তার জন্য খুব সহজ ছিল না। তিনি এও জানান যে, তিনি সব সময় তার পরিবারের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পেয়েছেন।

এটা নিশ্চিত যে বিচারক রাফিয়া আরশাদের এই সাফল্য হাজারো মুসলিম মহিলাদের আগামী দিনে অনুপ্রাণিত করবে। বিচারক রাফিয়া আরো জানান পশ্চিমাদের মাঝে মুসলিম মহিলাদের ব্যাপারে কিছু ভুল বদ্ধমূল চিন্তা রয়েছে ,আমার এই সাফল্য তাদের ভুল ভাঙাতে সাহায্য করবে বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here