নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-তোমার রক্তে আমার জীবন আমার রক্তে তোমার জীবন
মালদা ব্লাড আর্মির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো ব্লাড ডোনেশন ক্যাম্প ।
মালদা ব্লাড আর্মি শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে ব্লাড ডোনেশন করে না বিভিন্ন ক্ষেত্রেও ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে তাছাড়া বিভিন্ন হাসপাতালে রোগীদের ইমারজেন্সি অবস্থায় রক্তের প্রয়োজন হলে তা মেটাতে সাহায্য করে মালদা ব্লাড আর্মি সংস্থা ।
আজকে ব্লাড ডোনেশন করলেন কতগুলো মালদা ব্লাড ব্যাংকের মহিলা আর্মি সদস্যরা । শুধুমাত্র ছেলেরা ব্লাড ডোনেশন করবে তা না সেক্ষেত্রে মেয়েদেরও ব্লাড ডোনেশন করা উচিৎ তা প্রমাণ করলো মালদা ব্লাড আর্মি সংস্থা ।
এমন মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। এভাবে যদি মানুষ মানুষের জন্য কাজ করেন তবে অবশ্যই মানবতার পুনর্জাগরণ ঘটবে বলে আশা করা যায়।