নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-
মানুষ যখন ধর্মের নামে রাজনীতি করতে ও পার্থিব কাজকর্মে ব্যতিব্যস্ত, তখন এই করোনা ভাইরাস আবহেও মানুষ মানুষের জন্য কাজ করে চলেছে।
তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আইমা ইউনিট।
পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকে আইমা ইউনিটের উদ্যোগে শুক্রবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে ৫০ জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে মানবতার পুনর্জাগরণ করেন।
সকল রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও মুমূর্ষ রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানায় সুতাহাটা ব্লকের আইমা ইউনিটের সম্পাদক সেখ মুসিউর রহমান।
সেই সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা জানানো হয়।