SIO এর ছাত্র উৎসব

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড: খুব সুন্দর ভাবে ১৯ সেপ্টেম্বর SIO বাচ্ছদের নিয়ে একটি ছাত্র উৎসব প্রোগ্রাম করছিল নরহাট্টা আঞ্চলের বাবুবুর গ্রামে। এই প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন মালদা জেলার SIO সম্পাদক সহ বিভিন্ন SIO এর কর্মিগন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলার জামতে ইসলাম এর আমির। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ছাত্র দের উজ্জ্বল কেরিয়ার এর কথা ভেবে এই প্রোগ্রাম এর ব্যাবস্থা করা হয়। এবং ছাত্র দের মধ্যেকার প্রতিভা বের করার জন্য এই প্রোগ্রাম এর ব্যাবস্থা করে SIO।

এই প্রোগ্রামে আসে পাসের বিভিন্ন গ্রামের ছাত্ররা উপস্থিত ছিলেন এবং ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেমন কুইজ প্রতিযোগিতা , দুয়া প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা ইত্যাদি এবং যারা প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় হয় তাদের পুরুস্কার দেওয়া হয়। আগামিতে এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হবে। ছাত্ররাও এই প্রোগ্রাম এ উতসাহ দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here