টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :বিজেপি সরকারের কৃষক বিরোধী বিল সংসদে পাস হওয়ার পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ ।পাঞ্জাব ,মহারাষ্ট্র ,বিহার ,বাংলা সহ গোটা ভারতে কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে গর্জে উঠে গোটা দেশ ।
কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছে এসডিপিআই । জাগো কিষান শিরোনামে দেশব্যাপী প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এই দলটি ।সোমবার দিল্লিতে বিভিন্ন কৃষক সংগঠনের নেতাদের নিয়ে এই প্রচারাভিযানের সূচনা করেন
এই কৃষক প্রতিনিধি সমাগম সম্মেলনের উদ্বোধন করেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি সাহেব ।
এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের সরদ জোশি বিচার মঞ্চের সভাপতি বিথল পাওয়ার রাজে,আলীগড় রাষ্ট্রীয় কৃষাণ মজদুর সংগঠনের নেতা নাথু সিং ,পাঞ্জাবের অমৃত্সরের কৃষক নেতা গুরুনাম সিং , এসডিপিআই এর সর্বভারতীয় সহ সভাপতি এডভোকেট শারফুদ্দিন সাহেব ,সাধারণ সম্পাদক ইলিয়াস মোহাম্মদ থুম্বে ,কৃষক মোর্চার জাতীয় সম্পাদক সীতারাম খোয়াল ,এসডিপিআই এর রাজস্থান রাজ্য সহ সভাপতি গুরুজাত সিং ডক্টর নিজামুদ্দিন ,সহ অন্যান্য নেতৃত্বগণ ।