নিজস্ব সংবাদদাতাঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরামবাগের দাপুটে তৃণমূল নেতা সেখ আব্দুল সেলিম।
মুম্বাইয়ে স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস তিনি সেখানেই মারা গেছেন বলে খবর।
বিগত ১৩ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়েই মূলত তিনি করোনা আক্রান্ত হন এবং তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থাও করান। ১৩ দিনের চাপান উতোরের শেষে করোনা যুদ্ধে লড়াকু দাপুটে নেতা হিসেবে পরিচিত আব্দুল সেলিম আজকে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।