জলঙ্গীতে ভয়াবহ আগুন! ভস্মীভূত ৪ টে বাড়ি, ক্ষয়ক্ষতি প্রচুর
সামসুজ্জামান * জলঙ্গী
টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদতাঃ এই নিয়ে চার বার একই এলাকার একই জায়গায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ৪ টে বাড়ি। আগুন কিভাবে লাগলো তা এখনও সুনিশ্চিত নয়। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ জলঙ্গি থানার অন্তর্গত বিশ্বাসপাড়া এলাকায় পরপর চারটে বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
আগুন লাগার সাথে সাথেই পদক্ষেপ গ্রহন করে স্থানীয় বাসিন্দা এবং বিএসএফ বাহীনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহীনিকে, তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জলঙ্গি পদ্মা বাঁক পেরিয়েই বিশ্বাসপাড়া গ্রাম, সেই গ্রামে একই জায়গায় এই নিয়ে ৪ বার একই ঘর-বাড়ি পুড়ে যায়। স্থানীয় সূত্রে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে চারটে নাগাত ওই বাড়ির মধ্যে উনুনের ছাই পাশের নোংরা স্তুপে ফেলা হয়, আর সেখান থেকেই আগুনের উতপত্তি হয়। পাটকাঠির বেড়া দিয়ে আবৃত বাড়িগুলোকে ভয়াবহ আগুন মূহুর্তের মধ্যেই গ্রাস করে ফেলে।
ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুন লাগার সাথে সাথেই বাড়ির লোকেরা ঘর থেকে তাদের জিনিসপত্র বের করার চেষ্টা করে। কিন্তু সেই সুযোগটাও হয়ে ওঠেনি তাদের। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে লেপ, বাসনপত্র, কাপড় সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় মূহুর্তের মধ্যে। পুড়ে যায় চারটে ছাগলও।
ঘটনাস্থলে উপস্থিত হন রাজনৈতীক দলের কর্মকর্তারা। তারা প্রতিটা পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।