টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :-
মৃত্যুবরণ করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।অনেক দিন চিকিৎসাধীন অবস্থায় থেকেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং দিনের পর দিন অবনতির দিকে এগোচ্ছিলেন।
শেষ পর্যন্ত তাঁর জীবনাবসান ঘটে চিকিৎসাধীন অবস্থায়।
আজকে সন্ধ্যার দিকে মৃত্যু বরণ করেন।মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, অনেক দিন যাবত আমরা এক সাথে সাংসদে পাশাপাশি বসে সময় কাটিয়েছি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।