জামাআতে ইসলামী হিন্দ-এর “মানবাধিকার সংরক্ষন প্রচারাভিযান” জলঙ্গিতে !
সামসুজ্জামান * জলঙ্গি
টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ দেশের অবস্থা সকলেরই জানা। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে জ্ঞানীমহল পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদের ঝড় তুলেছে। কেন্দ্র সরকারের কালা আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সুর তুলেছে দেশবাসী। একমাত্র বিজেপি দল ছাড়া বাকি সব রাজনৈতিক দল এবং বিভিন্ন পন্ডিত মহল কৃষকদের সমর্থনে রয়েছেন।
আজ জলঙ্গিতে জামাআতে ইসলামী হিন্দ-এর পক্ষ থেকে “মানবাধিকার সংরক্ষন প্রচারাভিযান” চালিয়ে মানুষের মধ্যে ঐক্যের ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়। ১০-১৬ই ডিসেম্বর পর্যন্ত এই অভিযান চালানো হবে বলে ঘোষনা জামাআতে ইসলামী হিন্দের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই এই কৃষি বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হয়। NRC, NPR বাতিল করতে হবে। প্রতিটা মানুষকে তাঁর নিজ নিজ প্রাপ্য অধিকার আদায় করে নেওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে বলে জানানো হয়। পথসভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি রফিকুল ইসলাম।
এদিন ভাষন দিতে গিয়ে মানবাধিকার সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা নায্য বিচার চাই। এই কালা কৃষি আইন বাতিলের প্রতিবাদে আমরা সবসময় কৃষকের সমর্থনে লড়াই করে যাবো। যতক্ষন না কালা কৃষি আইন বাতিল করে, প্রতিটা কৃষকের প্রাপ্য মূল্য ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষন আমরা কৃষকদের সাথে আমাদের লড়াই চালিয়ে যাবো। এবং NRC, NPR অবিলম্বে বাতিল করতে হবে। নইলে আমরা প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।