টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা: উচ্চশিক্ষা দফতর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের বিধি সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারী শিক্ষক পদে আবেদনের বয়সসীমা তিন বছর বাড়ল। এতদিন পর্যন্ত জেনেরাল ক্যাটেগরির প্রার্থীরা কলেজের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য ৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। আজ উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বাড়িয়ে ৪০ বছর করা হয়েছে। যদিও আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক পূর্ণসময়ের অধ্যাপকদের জন্য আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ছিল ৪৭ বছর।
এবারের সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, যে বছর সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে সেই বছর ১ জানুয়ারি হিসাবে জেনেরাল ক্যাটেগরির আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। এর উপর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাব মতন বয়সের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছরের ছাড় থাকবে বয়সসীমার উপর। তবে আগে পিএইচডি করা চাকরি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পেতেন। এবার সেটা থাকছে না। ফলে ক্ষোভ তৈরি হয়েছে পিএইচডি করা চাকরি প্রার্থীদের মধ্যে।