নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :-গত ১৪ই জানুয়ারী মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার অন্তর্গত এম. এন. একাডেমির মাঠে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ও লালগোলা বই মেলা কমিটির পরিচালনায় বইমেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ পুলিশের আরক্ষাধক্ষ্য শ্রী কে. সবরী রাজকুমার মহাশয়। পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত বইমেলার শুভারম্ভ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিক্রম প্রসাদ, এস.ডি.পি.ও. লালবাগ, শ্রী গোবিন্দ বিশ্বাস, সি.আই. লালবাগ, শ্রী সৌম্য দে, ভারপ্রাপ্ত আধিকারিক, লালগোলা থানা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগন।
২০১৪ সালে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে তথা পৃষ্টপোষকতায় লালগোলা বইমেলার শুভারম্ভ হয়। তারপর থেকে প্রতি বৎসর মুর্শিদাবাদ পুলিশ জেলার স্থানীয় মানুষের চাহিদা এবং ভালোবাসায় এই বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।