নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল একটি সর্বভারতীয় ইমামদের সংগঠন । এই সংগঠনটি ইমামদের বিভিন্ন সচেতন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সামিল হতে দেখা যায় । এনআরসি বিরোধী আন্দোলন থেকে শুরু সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনটিকে স্কলারশিপ প্রদান করতে লক্ষ্য করা যায় ।
বুধবার ইমাম কাউন্সিলের পক্ষ থেকে নদীয়া জেলার নাকাশি পাড়ার গোবিপুর উত্তর পাড়া জামে মসজিদে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ইসলামিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এইদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার অন্তর্গত হরনগর ইউনিটের সভাপতি ইদ্রিস আলী সেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।