নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: প্রাকৃতিক ঐশী শক্তি
১০০% খাঁটি মৌচাকের মধু, এই বিষয়ে বিস্তারিত সূরাহ নাহল , আল- ক্বুরআন মধ্যে আল্লাহ সুবহানুতায়ালা বিস্তার আলোচনা করেছে – মৌমাছিদের। বর্তমান পরিস্থিতিতে অর্থলোভী কোম্পানিরা, বিভিন্ন কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে সু-স্বাদু সুন্দর ভরপুর করে মধু ক্রয়-বিক্রয় করছে । আল-কুরআনের আয়াতের অপব্যবহার করছে তাহারা , কারণ , আল্লাহ সুবহানাতায়ালা বলেছে , মধুতে আরোগ্য দান করেছেন; বলতো আমাদের নিশ্চিতভাবে হালাল (বৈধ )মৌচাকের খাঁটি মধু কোম্পানি পিস হানি । লোগো বিস্তারিত চিহ্নিত করে ক্রয় করুন, আমাদের সুপরিচিত লাইব্রেরীর উদ্যোক্তা মহাশয় আব্দুল কাইয়ুম , তিনি আমাদের জনকল্যাণ সমাজের মাঝে উপস্থাপন করেছে হালাল ; কেমিক্যাল ছাড়াই , তিনি প্রাকৃতিক ঐতিহ্য রূপ উপস্থাপনা করেছেন । জনস্বার্থে এবং সামাজিক সুস্বাস্থ্যের জন্য, আসুন আমরা শপথ করি; শোষিত কোম্পানির মধু ক্রয় বর্জন করি।
প্রকৃত আরোগ্য দান এর ১০০% খাঁটি মৌমাছির মধু ক্রয় করি।
সুস্বাস্থ্য পরিবেশনায় পীস লাইব্রেরীর -পীস হানি,
সত্য সব সময় সঙ্গেে