নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ- কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে জমাটো কাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট ঘোরাফেরা করছে, বর্তমানে এটি একটি মুখ্য বিষয় হিসাবে দাড়িয়েছে।
কিছুদিন আগে ব্যাঙ্গালুরুতে এক তরুণী জমাটো থেকে খাবার অর্ডার করে, কিন্তু খাবার আসতে কয়েক ঘন্টা লেট হয়ে যায়, ফলে ওই তরুণীর সঙ্গে জমাটো বয়ের বচসা বাঁধে, ওই তরুণী অভিযোগ করে যে ডেলিভারি বয় কামরাজ তার নাকে মারে এবং নাক ফাটিয়ে দেয়, উল্টোদিকে জমাটো বয়ের দাবি যে; ওই তরুণী নাকি তাকে জুতো দিয়ে মারে। আর তার নিজের আঙ্গুলের আংটি দিয়ে নিজেই আহত হয়।
তবে এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। এই ঘটনা সামনে আসার পরই জমাটো কামরাজ কে সাময়িকভাবে বরখাস্ত করে, কিন্তু জমাটো তার মাইনে বন্ধ করেনি। কমরাজের এই একটিই ছিল প্রধান উপার্জনের রাস্তা।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এই বিষয়ে একটি টুইট করেন,
তিনি টুইট করে লেখেন যে ” জোমাটো ইন্ডিয়া দয়াকরে আসল সত্যিটা সামনে আনুন, যদি ওই ভদ্রলোক নিরপরাধ হয় (আমি বিশ্বাস করি উনি নির্দোষ) তাহলে আমাদের সাহায্য করুন ও মহিলা কে শাস্তি দিতে। এই ঘটনা নিলজ্জা হৃদয়বিদারক, অমানবিক। আমি কিভাবে সাহায্য করতে পারি জানান।