মালদার গৌরব সম্মান প্রদান করবে মালদা বাংলা পক্ষ

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টিনিউজ ওয়ার্ল্ডঃ  মালদার গৌরব সম্মান প্রদান করবে মালদা বাংলা পক্ষ। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কিন্তু কাজে কর্মে যেন ধীরে ধীরে হয়ে যাচ্ছে পূর্ব বিহার। এ অবস্থায় বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ মাঠে নেমেছে বাঙালির হয়ে। বাংলা পক্ষের লোকজন এগিয়ে আসছে বাঙালির বিপদে আপদে। বাংলা পক্ষের মালদা শাখা এবার উদ্যোগ নিয়েছে মালদা জেলার বিভিন্ন কাজে সনামধন্যদের সম্মান দিতে। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে 25 সে মার্চ বৈকাল তিন ঘটিকায় মালদা টাউন হলে এক অনুষ্ঠনের মধ্যদিয়ে জেলার কৃতি দের সম্মান দেওয়া হবে।
এই সম্মানের নাম দেওয়া হয়েছে মালদার গৌরব সম্মান। সংগঠনের মালদা জেলার সম্পাদক রাফির আহম্মেদ বলেন, আমরা মালদার গৌরব সম্মান প্রদানের মাধ্যমে বাঙালির বাঙালিত্বকে জাগিয়ে তুলব।

আমরা বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না’, হুঙ্কার দেবাংশুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here