সেফ ড্রাইভ সেভ লাইফ জঙ্গীপুর পুলিশ জেলার

0
Spread the love

নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-

সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো জঙ্গীপুর পুলিশ জেলার পক্ষ থেকে রঘুনাথগঞ্জ শহরে

মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ শহরে আজ ০৫/০২/২০২১ শুক্রবার সকাল দশটায় জঙ্গীপুর পুলিশ জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ৩২ তম রোড সেফটি মাস ২০২১ ।
রঘুনাথগঞ্জ, দাদা ঠাকুর মোড়ে একটি স্টেজ করে জনগণকে সচেতনতার বার্তা দেওয়া হয়।
মুর্শিদাবাদ জেলার ডি এস পি ট্রাফিক সার্জেন মাননীয় আব্দুল কাইয়ূম মহাশয় বলেন, গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন।
তিনি মদ্যপান করে গাড়ি চালাতে কঠোরভাবে নিষেধ করেন এবং নিয়ন্ত্রণে গাড়ি চালানোর বার্তা দেন।
জঙ্গীপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এস পি মাননীয় সন্দীপ কার্রা মহাশয় বলেন, আমাদের সকলকেই সুরক্ষিত গাড়ি চালিয়ে জীবন রক্ষা করতে হবে এবং নিজ নিজ লাইনে নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালাতে হবে।
মাননীয় এস ডি পিও বিদ্যুত তরফদার মহাশয় সকলকেই সঠিকভাবে নিয়ন্ত্রণে গাড়ি চালানোর বার্তা দেন।
রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ মহাশয় বলেন, আমরা সর্বদাই মানুষের পাশে আছি। আমরা আপনাদের সহযোগীতা কামনা করছি সুষ্ঠু সমাজ গড়তে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করে এবং নিয়ন্ত্রণ গতিতে নিজ লাইনে এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গীপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্যরা।
আজকে রঘুনাথগঞ্জ শহর জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ বাইক র্্যালি করা হয় এবং অনেককে ফুটবল ও হেলমেট তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here