BL & LRO অফিসে হয়রানির শিকার

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড: এই BL & LRO অফিসে জনসাধারণ প্রতিনিয়ত অনেক ভাবে হয়রানির শিকার হচ্ছে…..

১) জনসাধারণ নিজেরা কোনো কাজে গেলে অফিসে ডুকতে বাধা দেওয়া হচ্ছে.. যাতে করে দালালরা সেই কাজটা পায়..

২) মিউটেশন কেস কোনো ব্যক্তি নিজে সাবমিট করলে BL & LRO রিজেক্ট করে দালালের সাথে কথা বলতে বলছে..

৩) ছোট ছোট সমস্যা নিয়ে বহুদিন ঘোরানো হচ্ছে..

৪) মোটা অঙ্কের বিনিময়ে বহুজায়গায় অবৈধ ভাবে জমির রেকর্ড করিয়ে দেওয়া হচ্ছে..

৫) জনসাধারণ অফিসে গেলে খুব বাজে ভাবে ব্যাবহার করা হচ্ছে..

৬) যেকোনো কাজে দালালদের মারফত টাকা চাওয়া হচ্ছে..(বেশির ভাগ BL & LRO অফিসে)
আরো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে..

এরপর থেকে আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সোজা যোগাযোগ করবেন ADM (LR) এর সাথে .. উনারা অনেক স্বচ্ছতার সহিত কাজ করে থাকেন.. আমরা নিচে সমস্ত জেলার ADM(LR) দের নম্বর দিয়ে দিয়ে দিচ্ছি… আশা করি আপনারা কিছুটা হলেও এই সমস্যা থেকে সমাধান পাবেন..

ADM ( LR )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here