নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: আপনি জানেন কি গভারমেন্ট থেকে উট কুরবানী দেয়া নিষেধ!! হ্যা এটাই সত্য আমাদের গভমেন্ট থেকে উট কুরবানী দেওয়া নিষেধ আছে।
ঈদুল আযহা কে উপলক্ষ করে নদিয়া পন্ডিত পুর গ্রামের একটি উট ক্রয় করা হয়, পুলিশ এর কানে খবর যেতেই নদিয়া থানার পাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অভ্র বিশ্বাস মহাশয় নির্দেশে উট টি থানায় নিয়ে আসা হয়,
সাধারণ পাবলিক জানতে চাইলে তিনি জানান উট কুরবানী দেওয়া গভারমেন্টের থেকে নিষেধ আছে তাই এটা আমার ব্যক্তিগত বিষয় না
এবং সাধারন পাবলিক কে প্রমাণ দেখিয়ে দিয়েছে, এবং বললেন আমার দায়িত্ব আমি পালন করলাম.