বিজেপির বুড়ানা কেন্দ্রের বিধায়ক উমেশ মালিকের এক পুত্র আমেরিকা তে থাকে। তার নাম শুভম মালিক। সে তার ইনস্টাগ্রামেে গত রবিবারে একটা পোস্ট করেছে; যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছ। সোসাল মিডিয়াতে এই পোস্ট ভাইরাল হয়ে যাওয়াতে বিধায়ক উমেশ মালিক তার নিজ এলাকায় রিতীমত ক্ষোভের সম্মুখীন হচ্ছে। তার পুত্র শুভম মালিক কয়েক বছর হতে আমেরিকাতে থাকে। ইনস্টাগ্রামে তার “এসমালিক.৩৬৯” নামে একাউন্ট আছে। সে তার ঐ একাউন্টেে ভারত বিরোধী পোস্ট করেছে। সে বেশ কয়েকটি বিষয়ে আমেরিকা ও ভারতের তুলনা করে ভারতে কে খাটো করে দেখিয়েছ। পোস্টে লেখা হয়েছে যে; গত আট বছরে ইউএসএ ও ভারত কি দিয়েছে? পোস্টে বলা হয়েছে; আমেরিকাতে শিক্ষা; ভালোবাসা; ধন-সম্পদ; আত্মবিশ্বাস; জ্ঞান; ঐশ্বর্য ও খুশি পেয়েছে। কিন্তু ভারতে এর বিপরীত অজ্ঞতা; ঘৃণা; হতাশা; মিথ্যুক বন্ধু ও না-দেখা হতাশা এসব রয়েছে। পোস্টে একদিকে আমেরিকার পতাকা ও অপরদিকে ভারতের পতাকা রয়েছে। সে তার ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছে; যাতে লেখা রয়েছে; INDIAN NOT LIKE ME;
এই ধরণের আচরণ বা পোস্ট যদি বিজেপি বিধায়কের পুত্র ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কোন আত্মীয় কিংবা কোন মুসলিম ব্যক্তির প্রবাসী পুত্র করতো ; তাহলে ইতিমধ্যেই সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার যত প্রচার করা সম্ভব সব মিডিয়াতেই তা প্রচার করা হত। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়ে দাঁড়িয়েছ। এহেন আচরণ যে কথিত দেশভক্তদের সুপুত্র করেছে; তাই সেটার প্রচার-প্রসার যেন না হয় তার প্রচেষ্টাতেই এখন তারা নিয়োজি। কিন্তু সত্য কোনদিন চাপা থাকে না। আসলে যাদের পূর্ব পুরুষরা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধী শক্তি ইংরেজদের দালালী করে এসেছে; তাদের সুপুত্রদের হতে এহেন আচরণই কাম্য। প্রবাদ আছে যে; রক্তও কথা বলে।