রবিউল আলম, নিউজ ডেস্ক : ভারতের প্রায় দেড়শো কোটির কাছাকাছি মানুষের বসবাস। পরিসংখ্যান বলে ভারতের দারিদ্র্যতা বর্তমান পরিস্থিতিতে উত্তরোত্তর বেড়েই চলেছে। দেশে মৌখিকভাবে শিক্ষার হার বৃদ্ধি হলেও বেকারত্বের হার হু হু করে বাড়ছে তা এক নতুুুন সমীক্ষা থেকে জানা যাচ্ছে ।পাশাপাশি এও জানা যাচ্ছে অভাব ও বেকারত্বের তাড়নায় মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দেশের সার্বভৌমত্বের আইন যেন আবদ্ধ হয়ে গেছে বেকারত্বের কাছে। এহেন জটিল পরিস্তিতিতে সরকারের উচিত জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজের সুব্যবস্থা করা। তাহলে আগামী প্রজন্ম বেকার সমস্যা দূর হবে।
বর্তমানে দেশে বেকারত্বের হার গত দুই বছরের তুলনায় সর্বোচ্চ সীমায় রয়েছে। যদিও বিজেপি চালিত এনডিএ সরকার বেকারত্বের জন্য করোনাভাইরাস কে দায়ী করেছে। এদিকে বিরোধী পক্ষের দাবি, দেশে বেকারত্বের হার গত দুই বছর থেকে বাড়ছে আর করোনা ভাইরাস দেশে ঢুকেছে মাত্র দুই মাস হলো। তবে সরকারের তরফ থেকে বিরোধী পক্ষের এই প্রশ্নের কোন জবাব দেওয়া হয়নি এখন পর্যন্ত।