গতকাল দেশজুড়ে প্রতিবাদ সভা হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার।

0
Spread the love

উত্তর প্রদেশ সরকার দ্বারা পপুলার ফ্রন্টের উপর মিথ্যারোপের প্রতিবাদে ও উত্তর প্রদেশের হাত্রাসে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে, কেন্দ্রীয় কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আজ দেশ জুড়ে PFI এর প্রতিবাদ প্রদর্শনের অংশ হিসাবে জঙ্গিপুরের হলুদমিল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কমিটির সম্পাদক নজরুল ইসলাম সভাপতি আব্দুর রহমান, SDPI এর জেলা সম্পাদক বদরুল ইসলাম,59Raghunathganj ac কমিটির সভাপতি মোঃ সেলিম, সম্পাদক জাকির হোসেন সদস্য আয়াতুল্লাহ খোমেনী, পুরসভা কমিটির সম্পাদক আসাতুল ইসলাম, শাহাদাত হোসেনসহ আরো অনেকেই। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এই দাবি যথেষ্ট মনে করেন অনেকেই। কারণ ভারত সরকার এবং যোগী সরকার একেরপর এক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়েছে। উত্তর প্রদেশের হাথরাসের মনীষা বাল্মীকির ধর্ষণকান্ডের জন্য গোটা দেশ যখন উত্তপ্ত এমন মুহূর্তে অহেতুক চার জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যকে গ্রেফতার করেছে এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে যে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দেশে নাকি দাঙ্গা লাগাতে চায়। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং এই দাবীকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here