শান্তিনিকেতন, ১৯ই অক্টোবরঃ প্রথম স্থাপিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে করোনার তান্ডবের জন্য সমস্ত অফিসিয়াল কাজও সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। আজকেই ১১ জন অফিস কর্মী করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন, যার মধ্যে রয়েছেন স্বয়ং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ও!
বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও সরকারি নির্দেশিকা মেনে অতি সতর্কতার সাথেই স্বল্প সংখ্যক কর্মী নিয়ে চলছিল অফিসের কাজ এবং বারংবার কোভিডের টেস্ট।
এইবারেও ১৫০ জন কর্মীর করোনার রিপোর্ট করা হয়, আর তাতেই বেধেছে সমস্যা, যেখানে এতজন অফিস কর্মীর পজিটিভ রিপোর্ট! এমনকি উপাচার্য সস্ত্রীক করোনা পজিটিভ হয়ে হোম কোয়ারান্টাইনে চলে গেছেন।
এর ফলে আজ থেকে স্বাভাবিক ভাবেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিসিয়াল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্পুর্ণ বিশ্ববিদ্যালয়কে স্যানিটাইজেশন এর কাজ শুরু করা হয়েছে।