থানায় অস্বাভাবিক মৃত বালকের আইনী সহায়তা দিতে APDR সদস্যরা

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- গতকাল বিকেল চারটা নাগাদ মল্লারপুর থানাতে এসে হাজির হন বীরভূম জেলার APDR সদস্যরা। মল্লারপুর থানার পুলিশ সাক্ষাৎকার বা কোনো তথ্য দিতে নারাজ হাওয়াই তারা রওনা দেয় সেই মৃত দলিত পরিবারের বাড়িতে।

বাড়ি ঢোকার আগেই জিজ্ঞাসাবাদ শুরু হয় পুলিশের। তারপরে গিয়ে দেখেন বহু লোকজন খাওয়ানোর ব্যবস্থা চলছে। পরে জানা যায় সাধ্যের কাজ চলছে। দীর্ঘ অপেক্ষার পরে দেখা করেন APDR সদস্যরা মৃত শুভ মেহেনার মা বাবার সঙ্গে সঙ্গে।

বীরভূম ডিষ্ট্রিক এ পি ডি আর কমিটির সভাপতি মনীষা ব্যানার্জি ও সেক্রেটারি শৈলেন মিশ্র মৃত কিশোরের বাড়িতে হাজির হয়েছিলেন।
মৃত শুভ মেহেনার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ কুড়ি মিনিট কথা বলে আশ্বাস দিলেন সমস্ত আইনি সাহায্য ও  সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার। দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তির দাবি এবং  পরিবারকে সরকার যাতে আর্থিক ভাবে সাহায্য প্রদান করে তার লড়াই উনারা চালিয়ে যাবেন সেই আশ্বাস দেন। কিন্তু মৃত কিশোর শুভ মেহেনার বাবা কারো প্রতি দোষারোপ  করতে নারাজ। নিজের ছেলের মৃত্যুর  কারণ আত্মহত্যা বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here