টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সামাজিক আন্দোলন,সমাজসেবামূলক কাজের পাশাপাশি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন প্রচারাভিযান চালাতে লক্ষ্য করা যায় ।প্রত্যেক বছর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মাস ব্যাপি ‘স্বাস্থ্যবান নাগরিক শক্তিশালী জাতি ‘শিরোনামে জাতীয় প্রচারাভিযান চালানো হয় ।
রবিবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে ধূলিয়ানের হাউস নগর কৃষি ফার্মে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পাঠের মধ্যে দিয়ে খেলার সূচনা হয় ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি সহিদুল্লাহ আনসারি, ধুলিয়ান ডিইসি প্রেসিডেন্ট আসাদুজ্জামান আনসারি ও প্রাক্তন ডিইসি সেক্রেটারি কামাল বাসিরুজ্জামান সাহেব,বিশিষ্ঠ সমাজসেবী সফিকুল ইসলাম ,আফফান আলী দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।এইদিনের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তিনপাকুড়িয়া এরিয়া ক্লাব।
বিহারে মুসলিম যুবতীকে পুড়িয়ে হত্যা : ন্যায়ের দাবিতে প্রতিবাদে পথে নামলো এসডিপিআই