পশ্চিমবঙ্গে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভূগর্ভস্থ মাটি থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন সম্ভব বলে সম্প্রতি আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।এই পরিস্থিতিতে জমি নিয়ে আইনি কাজ দ্রুত মিটিয়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। জমির বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে পাঠিয়েছে জেলা প্রশাসক। ২০০৯ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে এলাকার তেল ও প্রাকৃতিক গ্যাস সন্ধানের জন্য সংশ্লিষ্ট ব্লকটি হাতে-পায় ও-এন-জিসি। ২০১৪ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়।

২০১৭ সালের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হওয়ার আগেই সেখানে তেল ও গ্যাসের ভান্ডার সম্পর্কে নিশ্চিত হয়ে সংস্থা। অনুসন্ধান চালাতে প্রাথমিকভাবে পাঁচটি কূয়ো খননের পরিকল্পনা ছিল ওএনজিসির। তৃতীয় কূয়ো খনন করার সাথে সাথে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। অশোকনগর পুরপ্রধান ইতিমধ্যে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ,এমনকি রাজ্যের বিরোধী শক্তি বামেরাও সাধারণ মানুষেরা যাতে জমি দেন সেই ক্ষেত্রে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন পাশাপাশি তারা বলেছেন ব্যক্তিগত মালিকানাধীন জমির মালিকদের ওএনজিসি কর্তৃপক্ষকে সঠিক অর্থ দিতে। ইতিমধ্যে প্রস্তাবিত ১২একর জমির নো অবজেকশন রিপোর্ট ওএনজিসি কর্তৃপক্ষের কাছে দিয়েছেন অশোকনগর পুর প্রশাসক প্রভোত সরকার। স্থানীয় বিধায়ক ধিমান রায়,তিনি বলেন ইতিমধ্যে ওএনজিসি কর্তৃপক্ষকে আমরা সবরকম সাহায্য সহযোগিতা করেছি, অদূর ভবিষ্যতেও আমরা সাহায্য সহযোগিতা করবো।এ সাধারণ শিক্ষিত মানুষ,চাষী মানুষ সকলেই খুবই আনন্দিত এই বিশাল তেলের ভান্ডারের খোঁজ পাওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here