টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব সংবাদদাতা :- উত্তর প্রদেশের গাজিয়াবাদে গতরবিবার এক বড় দুর্ঘটনাা ঘটে । মুরাদনগরের শ্বশান ঘাটের বারান্দার ছাদ পড়ে যাওয়াতে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। NDRF এর কর্মীরা উদ্ধার কার্যে ব্যতিবস্ত রয়েছে। বৃষ্টির কারণে উদ্ধার কার্য ব্যহত হচ্ছে। মৃতদের মধ্যে তিন ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। এদের নাম যোগেন্দ্র ; বান্টী ও ওমকার। এরা সকলেই মুরাদ নগরের বাসিন্দা।
গতকাল ২ ডিসেম্বর শনিবার দয়ানন্দ কলোনির বাসিন্দা “দয়ারাম” এর শনিবার রাতে গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। রবিবারে মুরাদ নগর শ্বশান ঘাটে এই মৃতদেহ দাহ করতে ১০০ জন এর বেশি মানুষ অংশ গ্রহণ করেছিল। তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হতে বাঁচার জন্য লোকেরা বারান্দার নীচে আশ্রয় গ্রহণ করে। হঠাৎ তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ DM ও SSP কে দুর্ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কার্যের নির্দেশ প্রদান করেন।