নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: তৃষ্ণা মেটাতে জল পান করে সকলেই, আর জল পান করেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের পানানগর গ্রামে। গত রবিবার সরকারি জল ট্যাঙের ট্যাপের জল খেয়ে অসুস্থ বোধ করেন একাধিক ব্যাক্তি। রবিবার ১৫জনের বুমি ও পায়খানা শুরু হয়
পরবর্তীতে বেড়ে ৭০ জন পার করে , গতকালকে ৩০ জন মতো এখনো এডমিট রয়েছে জঙ্গিপুর এইচডি হাসপাতালে,
তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে একাধিক বাচ্চা।
পানানগর গ্রাম কমিটি আর্থিক ও সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে যারা পরিবার থেকে তিন থেকে চারজন ভর্তি হয়েছে এবং আর্থিক সংকটের মধ্যে রয়েছিল তাদেরকে চিহ্নিত করে সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে।
গ্রাম কমিটি জানায় গতকালকে ভিডিও ও স্বাস্থ্য আধিকারিকরা গ্রামে আছে এবং তাদেরকে আশ্বাস দেয় অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে বিশেষভাবে চিকিৎসা করা হবে কিন্তু হসপিটালে তিনারা দেখতে পান তার উল্টো চিত্র। গ্রামবাসীরা প্রধানের দৃষ্টি আকর্ষণ করে যাতে করে তাদেরকে সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। দ্রুত করে তার জন্য আর্জি জানায়।
দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?
অমুসলিমদের প্রতি মহাসত্যের ডাক