স্বাধীনতার ৭৬ বছর পরেও সামসিতে সামান্য নাগরিক পরিষেবা নেই।

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: সামসীতে কোন ন্যায়বিচার ও আন্দোলন হয়না।আর হবেনা। সামসির কিছু স্বার্থান্বেষী মানুষের চরিত্রহীনতার জন্য সামসীর যেকোন পরিষেবা ও উন্নয়ণ রসাতলে,তবে সরকারী অতিথি দের সাদা খামে মোটা অংকের সমাধান তুলে দিলে হয়তো সামসীর ওভার ব্রিজটাও হয়ে যাবে। না না আমি বলছি না এখানকার কিছু নিয়মকানুন বলছে সরকারী অতিথিদের কে কিছু দিলে যে কোন সমাধান তারাতারি হয়ে যাই।পকেট উচু তো মানবতা উঁচু। সকালে দুফোঁটা বিকালে দুই ফোঁটা ভিটামিন পরলে নাকি সামসীর উন্নয়ণ আর সবরকম সহযোগিতা সম্পন্ন হয়ে যাই।বড় বড় ব্যাচ আর বড় বড় পতাকা উত্তোলন‌ করে যারা বলে “আমরা” স্বাধীনতা সংগ্রামী তাদের বলি অন্যান্য রা কি নাকশালবাদীর কর্মী। সামসীর কিছু হবে না।সকালে রেলগেটের জ্যাম, বিকালে জ্যামের দূষনের বিষাক্ত মন প্রান,কোথাও দূর্নীতি তো কোথাও শান্তি নিয়ে বেচা কেনা। কেউ অতিথি ধরে তো কেউ অতিথি ছাড়ে। প্রশাসনিক বার্তা শান্তি হোক।পরে সেই শান্তি বেচাকেনা। পুঁজিবাদীরা চেয়ারে বসে লেকচার দেয় আবার সব ভুলে সন্ধায় নেশার আড্ডায় ষড়যন্ত্র। মানুষের পরিষেবা নিয়ে,সম্প্রীতি নিয়ে সবাই ভাবে। কিন্তু বাস্তবতা হয়নি। প্রতিদিন রেলওয়ে রেলগেট ক্রসিং পারাপারের জ্যাম মানুষের জন্মগত হয়রানি।কত লিখা হয়েছে,কথা ছবি তুলেছে,কত খবর হয়েছে, কতবার বড় ক্রেতারা এসেছে দেখেছে বড় বড় কথা বলে ফিরে গেছে ভুলেও গেছে। সামসীতে গত বারো তেরো বছর হতে মানুষেরা পরিষেবায় কোন ত্রুতি নেয়।সবাই ভালো আছে,কারো কোন আক্ষেপ নেয়।সবাই যে যার মত চলছে। লজ্জার কিছু নেয় তো।সবই মায়া। যে চোর সে চিরকালই চোর। যে চুরি করে সেই চোর। পার্থক্য শুধু শাস্তির দর দামের। কেউ জলে বিষ মিশিয়ে বেঁচে আর কেউ বিষে জল মিশিয়ে বেঁচে। নিজেদের সুখের জন্য মরা মানুষের চামড়ার দরদাম করে ভাগাভাগি করে।পরের মেয়েদের বেশ্যা বানিয়ে দেয় আর নিজেদের মেয়েদের দিয়ে সমাজসেবা করায়।বড় বড় পদে চাকরি দেয়। পরের টাকা বেইমানি করে রাঙা চোখে শাসায়। মিথ্যা প্রতিশ্রুতি মিষ্টি মেশানো ভাঙ দিয়ে লোক ভুলানোর অভিনয় করে।পরে বেশ্যাদের সাথে সেলফি নিয়ে বলে আমরা সমাজ সেবা করি। যাদের চরিত্রের পতনের জন্য শাস্তি দেওয়া হয়েছে আজ তাদের সুপারিশে ,তাদের ইশারায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে সামসীর মাটিতে। পুঁজিবাদীরা শুধু টাকা চাই যেকোন ভাবেই টাকা রোজগার চাই।যদি মানুষ মরছে মরুক তাতে কারো কোনো যায় আসেনা।
কোন রাজনৈতিক দলকে দোষ দেওয়া যাবেনা।যত দোষ আমাদের পাশাপাশি চোরে মত মেকি শুভাকাঙ্খী ও মূখোসধারীরা।
ধিক্কার জানাই আন্তরিক শুভেচ্ছাও জানাই বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য।

দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?

অমুসলিমদের প্রতি মহাসত্যের ডাক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here