ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হলো পপুলার ফ্রন্টের ১৪তম প্রতিষ্ঠা দিবস

0
Spread the love

নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-দেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সাড়ম্বরে পালন করে পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস । ১৭ ই ফেব্রুয়ারী পপুলার ফ্রন্টের ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচী লক্ষ্য করা যায়।গোটা দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোটা দেশে ইউনিটি মার্চ, প্যারেড, জনসভা, বাইক মিছিল লক্ষ্য করা যায় । অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন ভাবে এই দিনটিকে পালন করা হয় ।

সকাল সকাল পশ্চিমবঙ্গের পপুলার ফ্রন্টের সকল ইউনিটে পতাকা উত্তোলন করা হয় । বাইক মিছিল, জনসভা, মিছিল সহ কর্মসূচী লক্ষ্য করা যায় ।পপুলার ফ্রন্টের মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি জেলা অফিসে পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম। দুপুর ১ ঘটিকায় সময় ভাকুড়িতে একটি জনসভার আয়োজন করা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম । অন্যদিকে মালদার সুজাপুরে একটি জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল সেখ, এনআরসি বিরোধী আন্দোলনের নেতা মানিক ফকির।পাশাপাশি বীরভূমের কয়থাতে একটি জনসভার আয়োজন করা হয় করা হয় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা আব্দুত তাওয়াব সাহেব। মুর্শিদাবাদের ডোমকলে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় ও লালগোলার ডাকবাংলা মোড়ে ও দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জনসভা লক্ষ্য করা যায় ।
পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালন করা । কেরালা ১৮ টি , কর্ণাটক ২ টি ও তামিলনাড়ুতে ২ জায়গায় প্যারেড, ইউনিটি মার্চ, মিছিল করা হয় । গোটা দেশের বিভিন্ন রাজ্যে পতাকা উত্তোলন, জনসভা,মিছিল লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন সহ জনবিরোধী নীতি ও বিজেপি ও আরএসএস এর ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে এই দিনের সভা থেকে সোচ্চার হতে দেখা যায় ।পুরুষদের পাশাপাশি এইদিনের বিভিন্ন অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here