নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ করোনার কঠিন সময়ে যখন রাস্তার পথ পশুরা খাবার না পেয়ে এলোমেলভাবে ঘুরে বেরাচ্ছিলো; সেই সময় বিধিকাদেবি রায়গঞ্জ কলেজ থেকে গ্রেজুয়েট করা এক অবিবাহিত ছাত্রি জীব সেবায় নিজেকে নিমজ্জিত করেছেন। এখনো করে আসছেন আর দীর্ঘ ২৫ বছর ধরে এই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া এই বিধিকা দেবী রান্না করে করে দৈনিক ২০-২৫ টি পথোপশুকে রান্না করা খাবার দিয়ে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার এই ছাত্রি । তার সাথে তার ২ ভাই এই কাজে বেশ উৎসাহ দিয়ে থাকেন এছারাও এলাকাবাসী এই কাজকে সেবামুলক কাজ বলে আখ্যায়িতদেন। এই কাজকে আমরা সাধুবাদ জানাই এবং দুয়া করি সৃষ্টিকর্তার কাছে জেনো বিধিকা দেবী ও তার পড়িবারকে কে হেদায়েত দান করেন এই সমস্ত কাজের বিনিময়ে প্রতিদান দেন।