নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- জলপাইগুরির ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত চার বগি।উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দু্ঘটনা আজ ১৩/০১/২০২২ তারিখ।জলপাইগুরির ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত চার বগি।
15633 UP বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার বৈকাল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে।
প্রায় চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এক বগির উপর আর এক বগি চেপে গেছে।
প্রচুর মানুষের খই ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত প্রায় ৫০ টির ও বেশি অ্যাম্বুলেন্স পৌঁছেছে ঘটনা স্থলে।
পুলিশ সহ এলাকার বিভিন্ন রেল অধিকারিকরা আরো এলাকার নেতারাও। উদ্ধার কাজ চলছে এখনও পর্যন্ত প্রায় ২৫০ র ও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭ জনেরও বেশী লোকের। ইতি মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে দুঃখ প্রকাশ করেছেন ও তাড়াতাড়ি উদ্ধার কাজ করতে বলেছেন। এবং আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থার কথা বলেছেন। মমতার কাছেই দুর্ঘটনার খোজ নেন প্রধানমন্ত্রীও।
জানা গিয়েছে যে কালকে ঘটনা স্থলে উপস্থিতি হবেন রেলমন্ত্রী।
আর্থিক অনুদানের ও কথা বলা হয়েছে। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ্য টাকা ও গুরুতর আহতদের এক লক্ষ্য টাকা ও আহতদের পঁচিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার জন্য হেল্প লাইন চালু করেছে রেল কর্তৃপক্ষ ৮১৩৪০৫৪৯৯৯.
ইতি মধ্যে ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা গিয়েছে তাই এলাকা বাসীদের রক্ত দান করার আহ্বান করেছে অনেকেই।
- তাই জীনারা রক্ত দিতে চান তাঁরা অতি শীঘ্রই রক্ত দিয়ে আসুন। দরকারে নিচের নাম্বারে ফোন করুন।
8389845286
8250604824
8016209852
9832668658
8617566080
9832581911 - আহলে হাদীসের উপরে জঙ্গী অপবাদ লাগানোর অপপ্রয়াসক্রিম হানী ফুল এখনি অর্ডার করুন।