সোলার লাইট খুলতে এসে হাতে নাতে ধরা খেল

0
Spread the love
  • নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তামিলনাড়ুর ছায়া বাংলাতে,সোলার লাইট খুলতে এসে হাতে নাতে ধরা খেল কয়েকজন যুবক।

গত কাল বৃহস্পতিবার দুপুর দুটোর সময় বড়ঞা থানার কুলি চৌরাস্তা সংলগ্ন এলাকায় তিন জন ব্যক্তির আসে একটা লাদেনে করে ।

বিভিন্ন জায়গায় জেলা পরিষদ এমপি থেকে এমএলএ দেওয়া যে সোলার লাইট গুলো লাগানো হয়েছে, সে গুলো খুলতে থাকে ঐ তিনজন । তাই দেখে এলাকাবাসীর সন্দেহ হয় তাদের জিজ্ঞেস করা হলে কথার অসঙ্গতি ধরা পড়ে,পরে বড়ঞা থানার পুলিশকে খবর দেয়া হয় ,পুলিশ এসে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য । কয়েকদিন আগে তামিলনাড়ুর এক জায়গায়,কোম্পানির আধিকারিক সেজে ,মোবাইলের এক আস্ত টাওয়ার চুরি করে বিক্রী করে দেয় । এবার বড়ঞায় কুলিতে সৈই কায়দায় সোলার ল্যাম্প খোলার চেষ্টা । সেই বানচাল করে দিলেও বড়ঞাপুলিশ প্রশাসন

দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?

অমুসলিমদের প্রতি মহাসত্যের ডাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here