নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: দুবাই কাজে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। ভরতপুর থানা সিজগ্রামেরপরিবারের এক মাত্র ছেলে উজ্জ্বল শেখ কথা দিয়েছিল দুবাইয়ে গিয়ে টাকা রোজগার করে বাড়ি বানাবে। তিনবছর পর বাড়ি ফিরে সংসার পাতবে। কিন্তু হল না। বিদেশে কাজ করতে গিয়ে বাড়ি ফিরছে দেহ। ঘটনা ভরতপুর থানার সিজগ্রামের। মৃতের নাম উজ্জ্বল শেখ(২৪)। তিনি গত ১৩ আগস্ট দুবাইয়ে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে জানা গিয়েছে। এর ২০দিন পর শুক্রবার রাতে ওই যুবকের দেহ বাড়ি ফিরছে। পরিবারের লোকজন দেহ ফেরার অপেক্ষায় রয়েছেন।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের একমাত্র ছেলে ছিল উজ্জ্বল। এক দিদি থাকলেও তাঁর বিয়ে হয়ে গিয়েছে। প্রায় ছয় মাস আগে উজ্জ্বলকে সুদের উপর টাকা ধার করে দুবাইয়ে দালাল মারফত কাজে পাঠিয়েছিলেন পরিবারের লোকজন। দালাল কথা দিয়েছিলেন যে সেখানে ওই যুবক বই বাঁধার কাজ করবে। কিন্তু সেখানে গিয়ে দেখে কথা মত কাজ দেওয়া হয়নি। পরিবর্তে তাঁকে একটি প্লাইউড কারখানায় কাজ দেওয়া হয়। মৃতের বাবা মহিম শেখ বলেন, ছেলেকে মাত্র একমাসের মাইনে দিয়েছিল কোম্পানি। তারপর আর মাইনে দেওয়া হচ্ছিল না। ছেলেকে বাড়ি আনার জন্য আমরা বারবার কোম্পানিকে জানালেও বাড়িও পাঠান হচ্ছিল না। ওদিকে ছেলের কাছে কোন টাকাপয়সাও ছিল না। তাই ছেলে হতাশ হয়ে পড়েছিল।