নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: মাটিতে পোতা রয়েছে একটি সাদা রংয়ের বালতি কি রয়েছে বাড়িতে, কে বা কারা রেখেছে বালটি? এসব আলোচনার মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক এলাকায় হইচই পড়ে যায় বালটিতে বোম রাখা আছে। খবর যায় পুখুরিয়া থানায়। এমনি ঘটনায় আতঙ্ক ছড়ায় রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর অঞ্চলের কুমারগঞ্জ এর গনি পাড়ায়। অঞ্চল প্রধানের বাড়ির পাশেই পোতা রয়েছে বোম ভর্তি বালতি। পুলিশের কাছে খবর গেলে, পুলিশ এলাকায় গিয়ে ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। এলাকা কে হলুদ ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়। খবর দেওয়া হয় জেলা সদরে বোম্ব স্কয়াডের টিমকে। বম্ব স্কায়াডের টিম এসে বোমা গুলিকে উদ্ধার করে। বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর দেখা দেয়। বিরোধীদের অভিযোগ সামনে পঞ্চায়েত ভোট, গতবারের মত এবারও পঞ্চায়েতে বোমাবাজি করে ভোট লুট করার ছক করেছে প্রধানের স্বামী ও তার দলবল। বিজেপির মন্ডল সভাপতি সাদেক আলী ওরফে কালু বলেন প্রধানের বাড়ির ১০০ মিটারের মধ্যে বোমা উদ্ধার হয়েছে। এর থেকে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল পঞ্চায়েতে ও রানীনগর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। যদিও প্রধানের বাড়ির পাশে বোমা উদ্ধার হয়েছে তবুও প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান বলেন আমাদের বিরুদ্ধে বিরোধীরা মিথ্যারোপ করছে, এতে আমাদের দলের কেউ জড়িত নয়।
দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?
অমুসলিমদের প্রতি মহাসত্যের ডাক