হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ শিশু

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গেল এক সদ্যোজাত শিশু। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ। ২৪ বছর বয়সী এক মহিলা রঞ্জিতা সিংহ নামে শিলিগুড়ি মাহাকুমার খড়িবাড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। মঙ্গলবার রাতে, খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে তার সন্তান প্রসব হয়। তারপরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোররাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খাওয়ারের সময় এক মহিলা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে। কয়েক মুহূর্তেই মধ্যেই সেই মহিলা শিশুটি সমেত নিখোঁজ হয়ে যায় । আজ হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক ও শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে তদন্ত কমিটির গঠন করা হয়েছে , জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তিনি জানান, সেই সময় ভিজিটিং আওয়ার ছিল। ফলে বাইরের মানুষেরা সেই সময় হাসপাতালে এসেছিল, ফলে ওই মহিলা কে ছিলেন তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে।

দুধে চিনি মিশিয়ে পান করা কি স্বাস্থ্যকর?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here