নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেন যে; আগামী ১-লা আগষ্ট পশ্চিমবাংলার কোথাও লগডাউন হবে না। যেমটি হয়েছিল গত শনিবার ও মঙ্গলবার। আগামীকাল বুধবার গোটা রাজ্যে লগডাউন হচ্ছে। আগামী শনিবার ১-লা আগষ্ট পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে; তাই লকডাউন হবে না। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে সপ্তাহে দুদিন করে লকডাউন চলবে। মঙ্গলবার নবান্ন থেকে অনলাইন সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, এমাসের ৩১ তারিখের পর রাজ্যে লকডাউন জারির ধারায় বদল আনতে চলেছে সরকার। সেই মতো ৩১ অগাস্ট পর্যন্ত প্রতি রবিবার রাজ্যে পূর্ণ লকডাউন থাকবে। আগামী সপ্তাহে ২ আগষ্ট রবি এবং ৩ আগষ্ট সোমবার লকডাউন হবে। তার পরের সপ্তাহে শনি এবং রবিবার লকডাউন হবে। আগামী মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯ এবং ৩০ তারিখ লকডাউন থাকবে। আগামী মাসে রাখিবন্ধনের দিন মাস্কবন্ধন পালন করবে রাজ্য সরকার।