[vc_row][vc_column]
Roles and Conditions for journalist
আদর্শ সাংবাদিকদের বৈশিষ্ট্য
একজন সাংবাদিককে যে বিষয়ে দক্ষ থাকতে হয়।
১) ভাষাগত দক্ষতা,
২) তথ্য অনুসন্ধানে দক্ষতা,
৩) উপস্থাপনার দক্ষতা,
৪) যোগাযোগের দক্ষতা
একজন সাংবাদিক কী ধরনের কাজ করেন?
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী একজন সাংবাদিকের কাজের ধরন আলাদা হয়। তবে যেকোন মাধ্যমে সাধারণ কিছু কাজ রয়েছে।
যেমনঃ
১) সংবাদ সংগ্রহ করা;
২) সংবাদের সত্যতা যাচাই করা;
৩) সংবাদ সম্পাদনা করা;
৪) প্রয়োজনে মানুষের সাক্ষাৎকার নেয়া;
৫) বিশেষ প্রতিবেদন তৈরি করা;
৬) কলাম লেখা ও বাছাই করা;
৭) তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা;
৮) প্রয়োজনীয় ছবি/ভিডিও সংগ্রহ করা।
এছাড়া সংবেদনশীল খবর প্রকাশের ক্ষেত্রে তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা বাঞ্ছনীয়।
সাংবাদিক হতে চাইলে এই শর্তগুলো পূরণ করুন
সাংবাদিকতার শর্তাবলী:-
১) নিরপেক্ষ সংবাদ পরিবেশন।
২) সংবাদের সত্যতা যাচাই।
৩) ভাষা সাবলীল ও পরিশুদ্ধ।
৪) সাধারণ মানুষের সমস্যা বেশি উত্থাপন করতে হবে।
৫) সর্বদা সত্য উন্মোচন করতে হবে।
৬) ব্যবহার মাধুর্য হতে হবে।
৭) যে কোন সংবাদ গুছিয়ে লিখতে ও বলতে হবে।
৮) সরকারী নির্দেশিকা মেনে চলতে হবে।
৯) কোন সমাজ বা জাতিকে কটাক্ষ করা যাবে না।
১০) আপনার পরিবেশন করা সংবাদের দায়ভার আপনারই, তাই খুবই সাবধানে সংবাদ পরিবেশন করুন।
এই দশটি শর্তাবলীর সাথে যদি একমত হন তাহলে, রাজি আছি তে ক্লিক করুন।