পবিত্র ঈদুল ফিতর এর দিন ঘোষনা

0
Spread the love

জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস, চাঁদ দেখার বিভিন্ন হেলাল কমিটি সহ দিল্লির শাহি ঈমাম ঘোষনা দিয়েছেন যে আগামী সোমবার ২৫শে মে সারা ভারত জুড়ে উদযাপিত হবে ঈদ। আজ রবিবারেই ঈদ হবার প্রবল সম্ভাবনা থাকলেও ভারতের আকাশে চাঁদ দেখতে না পাওয়ায় রবিবারের পরিবর্তে সোমবার ঈদ পালিত হতে চলেছে।

এদিকে মুসলিমরা ৩০ টা রোজা বা সিয়াম সম্পুর্ণ করারও সুযোগ পেলেন। তবে স্বাভাবিক ভাবেই এবারের ঈদ সকলের জন্য ব্যতিক্রমী ঈদ হতে চলেছে। কারন করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যেই অধিকাংশ মুসলিম সংগঠন ও উলামায়ে কেরামগন বাড়িতে ঈদের নামাজ পড়ার ফতোয়া দিয়েছেন। যেখানে যেখানে ছোট ছোট জামাত করে ঈদের নামাজ পড়ার প্রশাসনিক অনুমতি মিলেছে সেখানে সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখেই নামাজ পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন উলামায়ে কেরামগন। সেই সঙ্গে কোলাকুলি ও মুসাফাহ করতেও নিষেধ করেছেন অনেকেই। একদিকে করোনার ত্রাস আর অন্যদিকে আম্ফানের মত ভয়াবহ প্রাকৃতিক তান্ডবের ধ্বংসাত্মক প্রভাবের রেশ – তার মাঝেই আনন্দের ঈদ। তাই  কমবেশি ২০ কোটি ভারতীয় মুসলিম এই প্রথম বারের মতো অনাড়ম্বর ভাবে তাদের সবথেকে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত বাংলাদেশের একটা বড় সংখ্যার মুসলিম আরবের সাথে একসাথে রমজান ও ঈদ পালন করে থাকেন, তারা আজকে ঈদ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here