৩৪ জন সাংবাদিক ও কর্মীর করোনার জেরে প্রায় সকলেই হোম কোয়ারান্টাইনে এবং শীল করা হল জি নিউজ চ্যানেলের বিল্ডিং! কেন্দ্রীয় সরকারের করোনা ব্যার্থতা ঢাকতে প্রথম সাম্প্রদায়িকতার রং লাগিয়েছিল এই মিডিয়াই। “নিজামিয়া হতে ছড়িয়ে পড়লো দেশের মধ্যে করোনা” – আর এই সংবাদ প্রচার করতে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছিল জী নিউজ চ্যানেল যদিও কিন্ত পরবর্তীতে দেখা গেল তাবলীগ জামা’আতের সবার করোনা রিপোর্ট নেগেটিভ। বর্তমানে তাদের অর্থাৎ জী নিউজ এর ২৫২ জন কর্মচারীর মধ্যে করোনায় নিদর্শন ধরা পড়েছে। এর জেরে জি নিউজের ৪০০ জন কর্মীর অফিসও শীল করে দেওয়া হয়েছে। কিন্তু এসংবাদ ভারতীয় অন্যান্য মিডিয়াগণ প্রকাশ করছে না। তবে সত্যকে গোপন করা যায় না। তা প্রকাশ হয়েই পড়ে কোন না কোন মাধ্যমে।