ফ্রেন্ডস অব এনভাইরনমেন্টেের International Venture Week

0
Spread the love

“হরিহরপুর ফ্রেন্ডস অব এনভাইরণমেন্ট” পরিবেশ বন্ধু ও সমাজসেবী সংগঠন, আজকের এই ঘুনধরা পরিবেশে, প্রতি বছরের ন্যায় এ বছরও পরিবেশ সপ্তাহ কর্মসূচি নিয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মূল মন্ত্র- “বায়োডাইভারসিটি, অর্থাৎ জৈব বৈচিত্র্য”। এই মন্ত্র কে কেন্দ্র করে পশ্চীমবঙ্গের “হরিহরপুর ফ্রেন্ডস অব এনভাইরণমেন্ট” , বাংলাদেশের “টার্মাইট সোসাইটি” র সাথে যৌথ পরিবেশনায় দুই বঙ্গের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও দুই দেশের সমন্বয় সাধনের লক্ষ্যে “International Venture week” করছে।
৫ই জুন এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে ‘Joint plantation program’ এর মাধ্যমে । দুই সংস্থার প্রতিনিধিদের মহামারী করোনা ভাইরাস মোকাবেলার দিগবন্ধনকে উপেক্ষা না করে নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর ও গাছের পরিচর্যার ফটো ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে। সমগ্র কর্মসূচিটি অনুষ্ঠিত  হয়েছে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে এবং সম্পূর্ন বিনামূল্যে। এই সাপ্তাহিক কর্মসূচির মধ্যে ছিলো অনলাইন ফটো ও ভিডিও প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা আরও অনেক কিছু। এছাড়াও শেষ দুইদিন থাকছে আন্তর্জাতিক ওয়েবিনার (International Webinar) । যেখানে থাকছেন ভারতবর্ষ ও বাংলাদেশের খ্যাতি সম্পন্ন প্রফেসর। ভারতবর্ষের পক্ষ থেকে বর্ধমান ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের ডঃ অপূর্ব রতন ঘোষ এবং ডঃ নবকুমার মন্ডল, ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যারাইন সায়েন্সের ডঃ অভিজিৎ মিত্র এবং বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির জুওলোজি বিভাগের ডঃ এম.নিয়ামুল নাসের ও বরিশাল ইউনিভার্সিটির ভূমি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফঃ জালাল উদ্দিন মহম্মদ সোয়ায়িব। উল্লেখ্য এই ওয়েবিনার এ যারা নাম নথিভুক্ত করেছেন সকলকেই বিনামূল্যে সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হবে দুই সংস্থার পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here