করোনায় আক্রান্ত হয়েছিলেন বিধায়ক আখরুজ্জামান, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান মহাশয় করোনা পজেটিভ হওয়ায় ১২ দিন ভর্তি ছিলেন বহরমপুর করোনা হসপিটালে। আজ তিনি সুস্থ হয়ে তার নিজ বাসভবন রঘুনাথগঞ্জ সাইদাপুরে ফিরলেন। বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা তুলে দিলেন এলাকার বিধায়ক প্রেমিক মানুষজনরা । সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেই সাধারণ মানুষদের বার্তা দিলেন মাক্স অবশ্যই পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে এই বার্তা দিলেন বিধায়ক আখরুজ্জামান মহাশয়।
তথ্য সুত্র:- আখরুজ্জামান মহাশয়ের ফেসবুক থেকে।