ডোমকল থানা স্যানিটাইজেশন করা হলো।

0

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- মহামারী করোনা এবং ওমিক্রনের প্রোকপে দমকল বাহিনীর উদ্যোগে ডোমকল থানা স্যানিটাইজেশন করা হলো।বর্তমান পরিস্থিতিতে মহামারী করোনা এবং ওমিক্রনের প্রকোপ দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবীরাও। তবে যারা দিন রাত অবিরাম সাধারণ মানুষকে সুস্থ্য রাখার জন্য বিশেষ প্রচার চালাছে। তাদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরী।

আর তাই এবার সংক্রমণ প্রতিরোধে রবিবার ডোমকল থানা ও থানা এলাকা স্যানিটাইজ করা হয়। ডোমকল মহকুমা দমকল বাহিনীর উদ্যোগে থানা চত্বর স্যানিটাইজ সম্পূর্ণ করা হয়।

আহলে হাদীসের উপরে জঙ্গী অপবাদ লাগানোর অপপ্রয়াস

ক্রিম হানী ফুল এখনি অর্ডার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here