গত ১৯ তারিখ শনিবার ভোর রাতে এন আই এ ডোমকল থেকে ৬ জন এবং কেরালায় কাজ করতে যাওয়া মুর্শিদাবাদের ৩ জন শ্রমিককে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে।
এই গ্ৰেফতারী নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়েছে।
কারণ এর পূর্বেও একাধিক মুসলিমদের জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে এন আই এ। তারপর তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয় দশ থেকে পঁচিশ ত্রিশ বছর পর্যন্ত। তারপর তারা আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে বিপন্ন জীবন নিয়ে লাঞ্ছনাদায়ক অবস্থায় বাড়ি ফেরে এবং পুরো জীবনটাই অপমানের ঘানি টেনে জীবনোপকরণ করতে হয়।
তাই বিভিন্ন সংগঠন তাদের নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। এমনকি এলাকাবাসীও তাদের উপর এমন অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
এই গ্ৰেফতারির ফলে মিডিয়া ঢালাও হারে জঙ্গি বলে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে।
এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে এবং এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে।