নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- নবী মুহাম্মদকে (সঃ) নিয়ে ফ্রান্সের চার্লি হ্যাবদো এবং শ্রেনী কক্ষে শিক্ষকের ব্যাঙ্গাত্মক কার্টুন তৈরিকে কেন্দ্র করে গোটা বিশ্ব উত্তপ্ত।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রনের বাক স্বাধীনতার নামে একেরপর এক অপ্রীতিকর ঘটনা ক্রমশঃ ঘটেই চলেছে।
গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে ওঠে এবং ফ্রান্সের পন্য বর্জন করে প্রতিবাদ জানিয়েছে।
আজকে বিকালে লালগোলার ডাক বাংলো মোড়ে দীশা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।
তাঁদের দাবি,যেই নবী গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত।যিনি এত অত্যাচারিত হয়েও তায়েফবাসীদের ক্ষমা করে দিয়েছেন।
তিনি বলেছিলেন,তারা আমাকে চিনতে পারেনি। তিনি তাদের বিরুদ্ধে প্রার্থনা না করে তাদের হিদায়াতের জন্য প্রার্থনা করেছিলেন।
এমন মানবতার মুক্তির পথ প্রদর্শক এবং মানবিক গোটা বিশ্ববাসীর অনুসরণীয় ব্যক্তির উপর এমন নির্লজ্জতা মোটেও শোভনীয় নয়।
তাই লালগোলাবাসী ফ্রান্সের তীব্র নিন্দা জানিয়ে মানবতার দিকে আহবান জানিয়েছেন।