নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ড:- সম্প্রতি অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়া মালদার কালিয়াচকের প্লাস্টিক কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে বিষ্ফোরণ ঘটেছে।
এমনটাই ফরেনসিক রিপোর্ট বলছে।
কালিয়াচকের প্লাস্টিক কারখানায় বিষ্ফোরণকে কেন্দ্র করে এটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন অনেকেই।যারা এই বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত তাদের কথা কেউ ভাবেন না।তাঁরা অনেকেই বলছেন যে,এন আই এ কে দিয়ে তদন্ত করানো হোক।
যদিও মালদা জেলার ডি এম এবং এস পি বলেছেন যে, কারখানায় কোন বম বা আগ্নেয়াস্ত্র ছিল না।
যান্ত্রিক ত্রুটির কারণে বিষ্ফোরণ ঘটেছে।এই বিষ্ফোরণের ফলে প্রচুর লোকজন নিহত এবং আহত হয়েছেন।
এমনকি কারখানার একজন মালিক এতটাই শোচনীয় অবস্থায় ছিলেন যে, কলকাতায় যাওয়ার পথেই তিনি মারা যান।
এই ঘটনার সত্যতা উদঘাটন করার জন্য ফরেনসিক দল দিয়ে তদন্ত করা হলে, তাঁরা জানিয়েছেন এটা যান্ত্রিক ত্রুটির কারণে বিষ্ফোরণ ঘটেছে।
মুর্শিদাবাদে তথ্যানুসন্ধানী দলের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো।