টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জ ব্লক তথা ফরাক্কা বিধানসভার অন্তর্গত মালঞ্চার এনতাজ আলি মালঞ্চা ফেরি ঘাটে কর্মরত ছিলেন। স্বল্প আয় হলেও দিব্যি কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু করোনার প্রকোপ বাড়তেই কাজ হারানোর মানসিক চাপ চেপে বসে মাথায় ।সেই কাজ হারানোর আশঙ্কায় মানসিক চাপ সহ্য করতে না পেরে ফিডার ক্যানেল নদীতে নৌকা থেকে ঝাঁপ দিয়েছেন তিনি।
মৃতদেহ যাতে বাড়ির লোকের হাতে দিতে পারা যায় সেই লক্ষ্যে ঘটনাস্থলে গিয়ে ডুবুরীদের ভালোভাবে খুঁজে আনার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় সংসদ খলিলুর রহমান । এছাড়াও তিনি মৃত এনতাজ আলির বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান ও যেকোনো সমস্যায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।