টিনিউজ ওয়ার্ল্ডড, নিজস্ব সংবাদদাতা :- সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও চিটফান্ডে আমানতকারীরা টাকা পাচ্চেনা এমনটাই অভিযোগ জানিয়ে পথে নামলো অল বেঙ্গল চিটফান্ড সাফার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ।বৃহস্পতিবার সংগঠনের পক্ষ অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানিয়ে ইসলামপুরে বাজারে মিছিল ও সভা করেন সংগঠনটির ইসলামপুর থানার লোকাল কমিটি ।
সংগঠনের কর্মকর্তারা জানান কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য ও কেন্দ্র সরকার আমানতকারীদের টাকা ফেরত নিয়ে টালবাহানা করছে।সংগঠনটির তরফ থেকে জানানো হয় অবিলম্বে আমানতকারীদের টাকা ফেরত ও এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত সহ ৬ দফা দাবিতে আগামী ২২ শে ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে ।সভা শেষে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব ।কলকাতার সভা থেকে আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ঘোষণা জানতে চাই নতুবা সংগঠনের পক্ষ থেকে বৃহৎ আকারের আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন ।