টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- ১২ টি চোরাই বাইক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। গত ৪ ঠা জানুয়ারি সামসেরগঞ্জ থানার পুঠিমারী সংলগ্ন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারপরেই তাদের জেরা করে বিভিন্ন জায়গা থেকে বাইক গুলো উদ্ধার করা হয়। ধৃতরা হলেন পিয়ার জাহান ও হাসানুজ্জামান। তাদের বাড়ি মালদা জেলা এলাকায়। বাইক চোরাচালানকারীদের সাথে আর কারা যুক্ত রয়েছেন তার খোঁজে তল্লাশি শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন থেকেই সামসেরগঞ্জ থানার বিভিন্ন প্রান্তে ব্যাপক বাইক চুরির ঘটনা ঘটেই চলেছিল। একাধিকবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মেলেনি সুরাহা। বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই ফিল্মি কায়দায় জাল পেতে ওই বাইক চোরাচালানকারীদের গ্রেপ্তার করে পুলিশ। ফরাক্কার নবনিযুক্ত এসডিপিও আইপিএস অসীম খান জানান, বাইক চুরির অভিযোগ পরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় চিরুনি তল্লাশি। তারপরেই তৎপরতা চালিয়ে প্রথমে পুঠিমারী এলাকা থেকে ওই দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। তারপরেই তাদের কাছ থেকে তথ্য নিয়ে বিভিন্ন জায়গা থেকে বাইক গুলো উদ্ধার করা হয়।