নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: মাত্র ৫ টাকায় মিলবে ভাত, ডাল, সবজি ও ডিম৷ সোমবার নবান্ন থেকে ভার্চুয়ালি মা নামে এই খাদ্য প্রকল্পের উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ক্যান্টিনে সস্তায় এই খাবার পাবেন সাধারণ মানুষ ৷ আপাতত কলকাতার কয়েকটি ওয়ার্ডে এই প্রকল্প চালু করা হলেও সাফল্য পেলে শহরের ১৪৪ টি ওয়ার্ডেই এই প্রকল্প চালু পরিকল্পনা রয়েছে।
গত ৫ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি। মূলতঃ আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য সোমবার থেকে ‘মায়ের রান্নাঘর’ নামে এই প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারচুয়ালি কলকাতার ১৬টি বরোতেই এই প্রকল্পের সূচনা করবেন বলে জানা গেছে। পরবর্তী পর্যায়ে পুরসভার ১৪৪টি ওয়ার্ড ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও তা চালু করা হবে। এই প্রকল্পে পাঁচ টাকায় রান্না করা ভাত, ডাল, সবজি ও ডিম নিয়মিত পাওয়া যাবে। এর আগে বামফ্রন্ট সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতস্তরে ২ টাকায় সহায় প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প পরে মুখ থুবড়ে পড়ে৷ গতবছর লকডাউনের সময় সিপিআইএমের পক্ষ থেকেও প্রথম যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়েছিল। মাত্র ২০ টাকায় ভাত, ডিম ও তরকারি মিলছিল। এই কান্টিন ধীরে ধীরে বিভিন্ন জেলাতেও চালু করেছিল বামপন্থীরা। এবারে অনেকটা বামেদের শ্রমজীবী ক্যান্টিনের ধাঁচেই। সস্তায় মাত্র ৫ টাকায় দুঃস্থ মানুষদের মুখে খাবারের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। এখন দেখার রাজ্যের সর্বত্র এই প্রকল্প চালু করতে পারে কি না তৃণমূল সরকার৷