নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত রায়গঞ্জ সুপার মার্কেট এর সভা কক্ষে অনুষ্ঠিত হলো পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স এর তৃতীয় বারের মতো জেলা সন্মেলন। আগামি ৩ বছরের জন্য ১১ জন কার্যকারি টিম তৈরি করা হয় । উত্তর দিনাজপুর বাস ,মিনিবাস, অনার্স এর মালিকরা। ভাড়া বারানো,টোল ফি, অ আনুসাঙ্গিক যে সমস্যা গুলো হচ্ছে গাড়ি চালাতে গিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচন করা হয়।
আগামিতে কি ভাবে গাড়ি চালানো যায় এই নিয়ে আলোচনা পর্যালোচনা ও আগামিতে ভাড়া কম না হলে ও টোল টাক্স কম না হলে গারি চালানো যাবে না বলে জানিয়েছেন বাস মিনিবাস মালিকেরা আর এই ভাবে হয়তো গাড়ি অধিকাংশ বন্ধ হয়ে যাবে